ভর্তি তথ্য

আমরা যেকোন সময়ে ভর্তি করি। তবে আমাদের একাডেমিক বৎসর শুরু হয় রমজানের পর থেকে। নার্সারী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী শিক্ষা দেয়া হয়। সমাপনী বা দাখিল পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়।


পড়ার খরচঃ

  • ভর্তি ফিসঃ ২৫০০ টাকা

মাসিক বেতন ও খানা বাবত ফিঃ

  • স্পেশাল> ৩০০০টাকা
  • নরমাল> ২০০০ টাকা

তথ্যসমূহ

ভর্তি
আমরা যেকোন সময়ে ভর্তি করি। তবে আমাদের একাডেমিক বৎসর শুরু হয় রমজানের পর থেকে।
মহিলা
নার্সারী থেকে দাওরায়ে হাদিস (অর্থাৎ ১৩তম শ্রেণী) পর্যন্ত শিক্ষা দেয়া হচ্ছে।
বালক
নার্সারী থেকে দাওরায়ে হাদিস (অর্থাৎ ১৩তম শ্রেণী) পর্যন্ত শিক্ষা দেয়া হবে, ইনশা আল্লাহ। বর্তমানে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। ইনশাআল্লাহ, প্রতি বৎসর একটি করে শ্রেণী বাড়ানো হবে।

যোগাযোগের ঠিকানা

নরিল্যা, ধনবাড়ি, টাংগাইল

মোবাইলঃ ০১৭৩২-১০২৮৬৫

ক্লাশ চলার তথ্য

  • ক্লাশ শুরুঃ সকাল ০৮:০০ ঘটিকায়
  • বিরতিঃ দুপুর ১২:৩০ ঘটিকায়
  • ছুটির সময়ঃ বিকাল ০৩:৪৫ ঘটিকায়
  • সাপ্তাহিক ছুটিঃ শুক্রবার।

পড়ার বিষয় সমূহ

  • আল-কুর'আন
  • তাওহীদ ও ইসলাম শিক্ষা
  • সালাত (নামাজ) শিক্ষা
  • অংক শিক্ষা
  • ইংরেজী শিক্ষা
  • রিয়াদুস সালিহীন
  • বুলুগ আল-মারাম
  • আর-রাহিকুল মাখতুম
  • সহিহুল বুখারী
  • মুসলিম
  • নাসাঈ
  • ইবনে মাজাহ
  • আবু দাউদ
  • তিরমিযি
  • আরবী ব্যাকরণ ও ভাষা শিক্ষা

শিক্ষক মন্ডলী

  • বালক শাখায় ০৭ জন শিক্ষক
  • বালিকা শাখায় ১৫ জন শিক্ষক
  • অফিস সহকারি ২ জন