আমরা যেকোন সময়ে ভর্তি করি। তবে আমাদের একাডেমিক বৎসর শুরু হয় রমজানের পর থেকে। নার্সারী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী শিক্ষা দেয়া হয়। সমাপনী বা দাখিল পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়।
পড়ার খরচঃ
মাসিক বেতন ও খানা বাবত ফিঃ
- স্পেশাল> ৩০০০টাকা
- নরমাল> ২০০০ টাকা
তথ্যসমূহ
ভর্তি
আমরা যেকোন সময়ে ভর্তি করি। তবে আমাদের একাডেমিক বৎসর শুরু হয় রমজানের পর থেকে।
মহিলা
নার্সারী থেকে দাওরায়ে হাদিস (অর্থাৎ ১৩তম শ্রেণী) পর্যন্ত শিক্ষা দেয়া হচ্ছে।
বালক
নার্সারী থেকে দাওরায়ে হাদিস (অর্থাৎ ১৩তম শ্রেণী) পর্যন্ত শিক্ষা দেয়া হবে, ইনশা আল্লাহ। বর্তমানে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। ইনশাআল্লাহ, প্রতি বৎসর একটি করে শ্রেণী বাড়ানো হবে।